‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২২ মে ২০২২

৬:২৭:৫৬ PM
1259843

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে কোনও 'শিবলিঙ্গ' নেই : শফিকুর রহমান বার্ক

ভারতের উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা শফিকুর রহমান বার্ক এমপি বলেছেন, বারাণসীর জ্ঞানবাপী মসজিদে কোনও 'শিবলিঙ্গ' নেই। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ হিন্দি গণমাধ্যম নিউজ-18 সূত্রে প্রকাশ, শফিকুর রহমান বার্ক এমপি বলেছেন, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। একইসঙ্গে বার্ক আরও বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হলেও সেখানে একটি মসজিদ রয়েছে। 

তিনি জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত প্রশ্নের জবাবে লক্ষনৌতে দলীয় কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন,  ‘২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ইতিহাসের গভীরে গেলে জানা যাবে, জ্ঞানবাপী মসজিদে কোনো 'শিবলিঙ্গ' ছিল না। এ সবই ভুল।' 

শফিকুর রহমান বার্ক আজ সমাজবাদী পার্টির প্রধান  অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে লক্ষনৌ পৌঁছন। তিনি এ সময় অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বলেন, আমি এখনো বলি সেখানে মসজিদ আছে। ক্ষমতার জোরে তৈরি হচ্ছে রাম মন্দির। একইসঙ্গে তিনি বলেন, ইসলাম মূর্তি পূজার বিরোধী এবং আমরা কারো জমি দখল করে মসজিদ নির্মাণ করতে পারি না। 

শফিকুর রহমান বার্ক অভিযোগ করেন, আমাদের (মুসলিমদের) টার্গেট করা হচ্ছে। মসজিদে হামলা হচ্ছে। সরকার এ ভাবে চলে না। সরকারকে সততার সাথে আইন মেনে চলা উচিত। রাজ্যে আইনের শাসন নেই, বুলডোজারের রাজত্ব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।  

এরআগে শফিকুর রহমান বার্ক বলেছিলেন, মুসলমানদের দমনে সরকারের এই নীতি দেশবিরোধী। আমরা এখানেই আছি, এখানেই বাঁচব এবং এখানেই মরব। মুসলমানদের বিরুদ্ধে যদি এমন নীতি নেওয়া হয় তাহলে তাতে কেবল আমাদের নয়, দেশেরও ক্ষতি হবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান বার্ক এমপি।#

342/