‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৬ মে ২০২২

১০:৪৯:৩২ AM
1261101

জম্মু-কাশ্মীরে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১ পুলিশসহ নিহত ৪

জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ১ জন পুলিশ সদস্য ও ৩ গেরিলা নিহত হয়েছে। পুলিশ নিহত গেরিলাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে। নিহত পুলিশ কর্মীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ পুলিশ সদস্য নিহত হলেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার ৩ জন পাকিস্তানি সন্ত্রাসী ও একজন পুলিশ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এনকাউন্টার সম্পর্কে, পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ সকাল থেকে আমরা কাশ্মীর জুড়ে অনেক জায়গায় ব্যারিকেড করে তল্লাশি চালাচ্ছিলাম। গুলমার্গের কাছে কিরিরি এলাকায় পুলিশের এনকাউন্টারে পাকিস্তানের জইশ-ই-মুহাম্মদের তিন সন্ত্রাসী নিহত হয়েছে। আইজিপি বলেন, সন্ত্রাসীরা ওই এলাকায় ৩/৪ মাস ধরে সক্রিয় ছিল যাদের আমরা খুঁজছিলাম। সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ২২ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে বলেও আইজিপি বলেন। 

গণমাধ্যমে প্রকাশ, আজ (বুধবার) সকালে, জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনা সমন্বিত একটি যৌথবাহিনী উত্তর কাশ্মীরের বারামুল্লার কিরিরি গ্রামে অজ্ঞাত গেরিলাদের সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর যৌথ টিম গেরিলাদের চ্যালেঞ্জ করলে তারা এ সময়ে এলোপাথাড়ি গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে। যৌথবাহিনীর জওয়ানরা এ সময়ে পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দিলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।     

এ নিয়ে চলতি মে মাসে অজ্ঞাত গেরিলাদের হাতে ৪ পুলিশ সদস্য নিহত হলেন। এর আগে ৭ মে, ১৩ মে এবং ২৪ মে ভিন্ন ভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের উপরে হামলা হয়েছিল। এ সব ঘটনায় গুলাম হাসান দার, রিয়াজ আহমেদ ঠোকর এবং সাইফুল্লাহ কাদরি নামে তিন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। আজ আরও এক পুলিশ সদস্য নিহত হলেন।#

342/