‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৮ মে ২০২২

১১:৩৮:৪৩ AM
1261652

চীন-রাশিয়ার ভেটোর মুখে মার্কিন প্রস্তাব বাতিল

নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ওই নিষেধাজ্ঞা আরোপ করে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দুটি ব্যাংক, উত্তর কোরিয়ার একটি কোম্পানি এবং একজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে, তারা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে সহায়তা করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ফার ইস্টার্ন ব্যাংক এবং ব্যাংক স্পুৎনিক ও উত্তর কোরিয়ার কোম্পানির সঙ্গে লেনদেন করা আইনত অপরাধ বলে গণ্য করা হবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ব্রায়ান নেলসন বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থের যোগান দেয়ার তথ্য জানার পরেই রাশিয়ার এই দুটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কোরিও এবং উত্তর কোরিয়ার নাগরিক জং ইয়ং ন্যামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে জং ন্যাম রাশিয়ার মিত্র বেলারুশের সঙ্গে অস্ত্র গবেষণা কর্মে নিযুক্ত রয়েছেন।

বুধবার উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর একদিন পর আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি প্রস্তাব উত্থাপন করে। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর মুখে সে প্রস্তাব বাতিল হয়ে যায়। সেসময় চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বলেন, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন একটি বিবৃতি দিতে পারেন যা পিয়ংইয়ং মানতে বাধ্য নয় কিন্তু কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।#

342/