‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২ অক্টোবর ২০২২

৩:২৮:৫২ PM
1309874

ওরা যেকোনো সময় আমাকে গ্রেপ্তার করতে পারে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। গতকাল (শনিবার) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তার দলের নেতা-কর্মীদের কাছে এ বার্তা দিয়েছেন প্রভাবশালী এই রাজনীতিবিদ।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র প্রধান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এক টিভি সাক্ষাৎকারে আরও বলেছেন, গণতন্ত্র এবং নৈতিকতা-এই উভয় ক্ষেত্রেই বর্তমান সরকারের ঘাটতি আছে।

বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় গতকাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাকিস্তানের একটি আদালত।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি আরও বলেছেন, ক্ষমতাসীন সরকার চায় আমাকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণার পর নির্বাচনের আয়োজন করতে। কিন্তু তাদের মুখ থেকে এমন সব কথা বেরিয়ে আসে এবং এমন সব কথা তারা বলে বসেন- যা আমাদের পক্ষেই যায়।

সাক্ষাৎকারে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের নাম উল্লেখ করে বলেন, তারা কখনো মাঠপর্যায়ে কাজ করেননি। তাদের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা নেই। তিনি এই দুই নেতাকে নিয়ে মজা করে বলেন, এই দুই ‘ইডিয়টকে’ ক্ষমতায় রেখে কিভাবে পিপিপি এবং পিএমএলএন আশা করতে পারে এমন একজন ব্যক্তির সঙ্গে লড়াই করতে, যার আছে ২৬ বছরের লড়াইয়ের অভিজ্ঞতা।

ইমরান খান দাবি করেন, তিনি দুই দলীয় ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম হয়েছেন।#

342/