‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৮ অক্টোবর ২০২২

৮:১৬:৩৮ PM
1311681

ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলা: তেহরানে রাষ্ট্রদূত তলব

সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে।

গতকাল শুক্রবার কোপেনহেগেনে সশস্ত্র ‌এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের ওপর হামলা চালায়। হামলাকারী দূতাবাস অঙ্গনে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ক্ষতি করে। এ ছাড়া সম্প্রতি লন্ডন, প্যারিস, ব্রাসেলস, স্টকহোম ও ডেনমার্কে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ সেপ্টেম্বর ইরানের সরকার বিরোধী বিক্ষোভের অজুহাতে ফ্রান্স ও ব্রিটেনে ইরানি দূতাবাসে একদল উশৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। লন্ডনে ইরানের বিপ্লববিরোধীরা ব্যাপক ত্রাস সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা চালালে তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও নামাজরত মুসল্লিদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হয়।

ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলার একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ওপর পাশ্চাত্যের রাজনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি সরকার বিরোধীদের উস্কানি দেয়ার কারণে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পাশ্চাত্যের উস্কানি ও পরোক্ষ সমর্থনের কারণেই ইউরোপে ইরানি মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতরাতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনে হামলার কথা উল্লেখ করে বলেছেন, এসব সহিংস ঘটনার পেছনে পাশ্চাত্যের রাজনৈতিক সমর্থন ও সম্পর্কের যোগসূত্র রয়েছে।

ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে এমন সময় হামলার ঘটনা ঘটলো যখন ইউরোপীয় সরকারগুলো এসব স্থাপনার নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  ১৯৬১ সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি যে কোনো কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে সরকারগুলো বাধ্য।

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হামলা প্রতিহত করার ক্ষেত্রে ডেনমার্ক পুলিশের আচরণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় তারা কোনো পদক্ষেপ নেয়নি। ডেনমার্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুর বলেছেন, দু:খজনকভাবে আগে থেকেই সতর্ক করে দেয়ার পরও ওই দেশটির পুলিশ বিলম্বে দূতাবাসে গিয়ে পৌঁছেছে। 

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও সহিংস ঘটনা এমন সময় ঘটলো যখন হামলাকারীরা ওই দেশগুলোর সরকারের সমর্থনে ইরান বিরোধী বিক্ষোভ করে আসছে এবং সুযোগ মতো সরকারের পক্ষ থেকে কঠোর কোনো প্রতিক্রিয়ার ভয় না করেই নির্বিঘ্নে হামলা চালিয়েছে। 

যাইহোক আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে ইউরোপীয় সরকারগুলো ইরান বিরোধী নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে দেশটির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির চেষ্টা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কূটনৈতিক মিশনগুলোতে হামলা ইউরোপে ইরান বিরোধী বেআইনি কর্মকাণ্ডের নতুন কৌশল। #