‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৯ অক্টোবর ২০২২

৭:১৫:৩০ PM
1312015

তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন: ওয়াশিংটনকে দামেস্ক

আমেরিকার পক্ষ থেকে সিরিয়ার তেল চুরির তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। একইসঙ্গে দেশটি সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন মার্কিন সেনারা দেশটির তেল চুরি করে প্রতিবেশী ইরাকে নিয়ে যাচ্ছে। আমেরিকা এর মাধ্যমে উপনিবেশবাদী যুগে ফিরে যেতে চায়।

সিরিয়া থেকে তেল চুরি করে ইরাকে নিয়ে যাওয়ার মার্কিন অপকর্মের নিন্দা জানানোর জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার তেল চুরির ঘটনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থি বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে, সিরিয়ার তেল সম্পদ লুট করার জন্য আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার অধিকারও দামেস্ক সংরক্ষণ করে।

সিরিয়ায় তৎপর সশস্ত্র কুর্দি গোষ্ঠী এসডিএফের সহযোগিতায় আমেরিকা গত কয়েক সপ্তাহে সিরিয়ার তেল লুট করার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। শনিবার ইরাকের সীমান্তবর্তী আল-ইয়ারুবা শহরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, তেল-ভর্তি ৫০ ট্যাংকারের একটি বহরকে সিরিয়ার তেল-সমৃদ্ধ জাযিরা প্রদেশ থেকে ইরাক অভিমুখে নিয়ে যাওয়া হয়েছে। এর আগের দিন একইভাবে ৮৫ ট্যাংকারে ভরে সিরিয়ার তেল লুট করে নিয়ে গেছে মার্কিন সেনারা।

সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে মোকাবিলা করার অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করেছে আমেরিকা। এ কাজে সিরিয়া সরকারের অনুমতি কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেয়নি আমেরিকা। সিরিয়া সরকার দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়ে আসলেও ওয়াশিংটন তাতে কর্ণপাত করছে না। মার্কিন সরকার বরং সিরিয়ার তেল সম্পদ চুরি করার কাজে আত্মনিয়োগ করেছে।#

342/