‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১০ অক্টোবর ২০২২

৬:০৩:১৯ PM
1312333

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল কৌশলগত পরমাণু মহড়া: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো তা ছিল মূলত কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া। এর মাধ্যমে তার দেশের সেনাদের যুদ্ধপ্রস্তুতি যাচাই করা হয়েছে যে, তারা যেকোনো সময় যেকোন স্থান থেকে শত্রুর লক্ষ্য প্রস্তুত ধ্বংস করে দিতে সক্ষম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রের মহড়া দেশের শত্রুদের জন্য অনিবার্যভাবে সতর্ক সংকেত ছিল।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নিজেদের যুদ্ধপ্রস্তুতি এবং পরমাণু যুদ্ধের মোকাবেলা সক্ষমতা যাচাই করার জন্য কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে।

কেসিএনএ বলছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে দেশের পরমাণু বাহিনীর যুদ্ধ সক্ষমতা যাচাই করা হয়েছে এবং যেকোন স্থান থেকে যেকোনো সময় শত্রুর লক্ষ্যবস্তু নিশ্চিহ্ন করে দেয়ার ক্ষমতা মূল্যায়ন করা হয়েছে। কেসিএনএ আরো বলেছে, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে আমেরিকা সাম্প্রতিক সামরিক মহড়ার জবাব দেয়া হয়েছে।"#


342/