‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৮ অক্টোবর ২০২২

৩:৫৪:০২ PM
1314970

পশ্চিম বায়তুল মুকাদ্দাসের মর্যাদার প্রশ্নে পিছু হটল অস্ট্রেলিয়া

অধিকৃত ফিস্তিনের পশ্চিম বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণশীল দল পশ্চিম বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপটে নতুন সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

গতকাল সোমবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ফিলিস্তিন সংকটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হবে ইসরাইল এবং ফিলিস্তিনিদের মধ্যকার আলোচনায়, কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে নয়।

১৯৪৮ সালে ইহুদিবাদী ইসরাইল পশ্চিমাদের একান্ত সমর্থনে পশ্চিম বায়তুল মোকাদ্দাস দখল করে নেয়। এরপর ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর দখল করে। এই সমস্ত দখল প্রক্রিয়ার প্রত্যেকটিতে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমা শক্তিগুলোর সমর্থন ছিল।

এরপর থেকে ইহুদিবাদী ইসরাইল এই সমস্ত এলাকায় হাজার হাজার ঘরবাড়ি নির্মাণ করেছে এবং লাখ লাখ ইহুদিকে অবৈধভাবে বসবাসের সুযোগ দিয়েছে।

ফিলিস্তিনিরা পূর্ব বায়তুল মুকাদ্দাসকে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী করতে চায় তবে পশ্চিম বায়তুল মুকাদ্দাসকেও ফিলিস্তিনের অংশ হতে হবে বলে তারা মনে করেন। কিন্তু ইহুদিবাদী ইসরাইল পুরো বায়তুল মুকাদ্দাস শহরকে তাদের দখলে রাখতে চায়।#

342/