‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৩ অক্টোবর ২০২২

৬:০৪:৩৫ PM
1316357

পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কায় ক্ষুব্ধ জাপানি প্রধানমন্ত্রী

পরমাণু অস্ত্র ব্যবহারের রুশ হুমকিকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে জাপান। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়াকে সতর্ক করে বলেছেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার ইস্যুতে যেসব কথা বলছে সেটাকে মানবতার বিরুদ্ধে শত্রুতামূলক কাজ হিসেবে দেখা হবে।

পারমাণবিক বোমা হামলার একমাত্র শিকার এই দেশটির প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ‘পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়া রাশিয়ার কাজটি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং একেবারেই অগ্রহণযোগ্য।' 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত দেশ দুইটির মধ্যে সংঘাত চলছে। এতে দুই পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো ইউক্রেনকে ব্যাপক অস্ত্র ও অর্থ সাহায্য দিয়ে যুদ্ধের আগুনে আরও ঘি ঢালছে বলে জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা অস্তিত্ব সংকটে পড়লে পরমাণু বোমা ব্যবহার করবেন।

বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত একমাত্র আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানে পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা। এর ফলে লাখ লাখ মানুষ নিহত হয়।#  

342/