‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৭ ডিসেম্বর ২০২২

৬:৩৮:২৭ PM
1329352

ইরানকে সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আমেরিকা ধ্বংস চায় এবং তারা চায় না ইরান শক্তিশালী হোক। তিনি আজ (বুধবার) ছাত্র দিবস উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে এ কথা বলেন।

রায়িসি আরও বলেছেন, ইরানকে সিরিয়া ও আফগানিস্তান বানাতে চায় আমেরিকা। কিন্তু তারা ভুল হিসাব-নিকাশ করেছে। ইরানের শিক্ষিত নারী ও পুরুষ এ ধরণের কিছু হতে দেবে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে। এ কারণে তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্লাস বন্ধ রাখতে চেয়েছিল, কিন্তু সচেতন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদেরকে তা করতে দেয়নি।

ইরানে প্রতিবাদের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবাদ সংস্কারের সুযোগ সৃষ্টি করে। তবে প্রতিবাদ ও নৈরাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে। প্রতিবাদের মাধ্যমে সংস্কার ও পূর্ণতা আসে, কিন্তু নৈরাজ্য ধ্বংস ও হতাশা ডেকে আনে। #


342/