‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

৭ ডিসেম্বর ২০২২

৬:৪০:০২ PM
1329355

মানবিক ত্রাণ তৎপরতায় নিষেধাজ্ঞা বড় ধরনের অন্তরায়: ইরান

কিছু দেশ তাদের অনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার যে নীতি গ্রহণ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক ত্রাণ তৎপরতার ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা বড় ধরনের অন্তরায় হিসেবে কাজ করে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত জাহরা এরশাদি গতকাল (মঙ্গলবার) নিউ ইয়র্কে মানবিক ত্রাণ বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী যত সংকট রয়েছে তার মূলে রয়েছে এ ধরনের নিষেধাজ্ঞা।

তিনি ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, এই অবৈধ ও অনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে তার দেশকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। সেইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ করে তেহরানকে ওয়াশিংটনের দাবি-দাওয়া মেনে নিতে বাধ্য করা হবে বলে ঘোষণা করেন।

তবে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ করা’ সত্ত্বেও ইরান আমেরিকার অবৈধ আকাঙ্ক্ষার কাছে নতিস্বীকার করেনি; কিন্তু ওই নিষেধাজ্ঞা ইরানের জনগণকে চরম বিপাকে ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে খাদ্য ও ওষুধসহ ইরানি জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে তেহরানকে বেগ পেতে হচ্ছে।#

342/