‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৭ ডিসেম্বর ২০২২

৬:৫৬:৩৩ PM
1333777

ইসরাইলি নয়া মন্ত্রিসভা ফ্যাসিবাদী; পরাজিত করার ক্ষমতা রাখে ফিলিস্তিনিরা

বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন নয়া ইসরাইলি মন্ত্রিসভাকে ‘নব্য-ফ্যাসিবাদী’ সরকার বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের প্রবাসী পলিটিক্যাল ব্যুরোর প্রধান খালেদ মাশআল বলেছেন, এই উগ্র ডান-পন্থি সরকারকে পরাজিত করার ক্ষমতা ফিলিস্তিনি জনগণের রয়েছে।

তিনি গতকাল (রোববার) লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিদনে হামাসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। খালেদ মাশআল বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন এবারের সরকার ইসরাইলের ইতিহাসের সবচেয়ে উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী চেতনার অধিকারী। তবে ‘আমাদের মহান ফিলিস্তিনি জনগণ’ দখলদার নয়া ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে।

হামাস নেতা বলেন, নেতানিয়াহু ভেবেছেন চরম উগ্র-পন্থিদের নিয়ে সরকার গঠন করে তিনি ফিলিস্তিনি জাতির প্রতিরোধ আন্দোলন চিরতরে দমন করতে পারবেন।

লিকুদ পার্টির চেয়ারম্যান নেতানিয়াহু বর্তমানে তেল আবিবে একটি জোট সরকার গঠনের চেষ্টা করছেন। তিনি উগ্র ডান-পন্থি নেতা ও জিউস পাওয়ার পার্টির ইতামার বেন-জিভির এবং রিলিজিয়াস জায়োনিজনম পার্টির নেতা বেজালেল স্মোটরিক্সকে নিজের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর আরো বেশি চাপ প্রয়োগ করে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির বিস্তার চালিয়ে যাওয়ার জন্যই এসব উগ্র নেতাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন নেতানিয়াহু।#

342/