‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩০ ডিসেম্বর ২০২২

২:৫৩:৫৫ PM
1334446

তেহরানে ইতালির রাষ্ট্রদূতকে তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ইতালির কয়েকজন সরকারি কর্মকর্তার হস্তক্ষেপমূলক মন্তব্যের জন্য দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির রাষ্ট্রদূত জেসেপি পেরনকে তলব করে তেহরানবিরোধী তৎপরতা এবং বক্তব্যের জন্য কড়া প্রতিবাদ জানায়। ইতালির রাষ্ট্রদূতের কাছে মানবাধিকার নিয়ে রোমের পক্ষপাতমূলক এবং দ্বৈত অবস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

ইতালির রাষ্ট্রদূতকে জানিয়ে দেয়া হয় যে, ইরান নয় বরং ইতালি তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অন্য কিছু তৎপরতার মাধ্যমে ইরানের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। ইতালির কয়েকজন কর্মকর্তার অযৌক্তিক এবং নেতিবাচক অবস্থান দু দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কে সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় বলেও জানানো হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত ইরানের এই প্রতিবাদের কথা ইতালি সরকারকে দ্রুত জানানোর ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

গত সপ্তাহে ইতালির কয়েকজন সরকারি কর্মকর্তা ইরান সরকারকে সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতা দমনের জন্য তেহরানকে অভিযুক্ত করেন। ইরানের সাম্প্রতিক সহিংসতা মোকাবেলায় ইরান সরকারের নেয়া পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইতালি।#

342/