‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩১ ডিসেম্বর ২০২২

৪:৩৩:২৭ PM
1334747

ইসরাইল ৭০ বছর ধরে আত্মপরিচয় ও অস্তিত্বের সংকটে ভুগছে: মুখপাত্র

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার জন্য ইহুদিবাদী ইসরাইলের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, মিথ্যার ওপর নির্ভরশীলতা ইহুদিবাদী সরকারের অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে।

কানয়ানি গতকাল (শুক্রবার) তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “এই হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের সেই পুরনো প্রধানমন্ত্রী যে কিনা নিজের পাশাপাশি এই অবৈধ সরকারের একটি পরিচয় খুঁজে পাওয়ার জন্য মিথ্যা তথ্যপ্রমাণের আশ্রয় নেয়। আর এ কাজে ইরানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ উত্থাপন করা তার স্বভাবে পরিণত হয়েছে।”

নেতানিয়াহু এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং এরপর ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কয়েক দফায় ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন।

নাসের কানয়ানি বলেন, ৭০ বছরেরও বেশি সময় ধরে ইসরাইল নিজের পরিচয় ও অস্তিত্বের সংকটে ভুগছে। আর এই অস্তিত্ব তৈরি ও হৃষ্টপুষ্ট হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, লুণ্ঠন ও বিতাড়নসহ এ ধরনের অসংখ্য অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে।  ইরানের এই মুখপাত্র বলেন, এই ইসরাইল হচ্ছে আমেরিকা, ব্রিটেন ও কিছু ইউরোপীয় দেশের ভুল নীতি ও পদক্ষেপের বিষাক্ত ফলাফল।  তবে মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না বলে তিনি সংকল্প ব্যক্ত করেন।

ইহুদিবাদী ইসরাইলের নয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার প্রথম মন্ত্রিসভা বৈঠকে তার জোট সরকারের তিনটি মিশনের কথা ঘোষণা করেন। এর প্রথমটি হচ্ছে তার ভাষায় ইরানকে ‘পরমাণু অস্ত্র অর্জন’ করতে না দেয়া। এছাড়া, তিনি সৌদি আরবের আল আরাবিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধী এবং এটি পুনর্বহাল রুদ্ধ করার সব চেষ্টা তিনি চালাবেন। নেতানিয়াহু দাবি করেন, এটি একটি ভয়ঙ্কর চুক্তি, কারণ, এই চুক্তির মাধ্যমে অবরোধ শিথিল করে অর্জিত অর্থ দিয়ে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়।#

342/