‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৩ জানুয়ারী ২০২৩

৪:০০:৩৯ PM
1335706

ইহুদিবাদী ইসরাইলকে ‘নিষ্পত্তিমূলক জবাব’ দেব: জেনারেল মুসাভি

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করলে তার ‘নিষ্পত্তিমূলক জবাব’ দেবে তেহরান।

ইরানের দক্ষিণাঞ্চলের পানি-সীমায় এদেশের সশস্ত্র বাহিনী বিশাল-আকারের এক সামরিক মহড়া শেষ করার পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালি থেকে শুরু করে ওমান সাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিশাল এলাকা জুড়ে তিন দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল (সোমবার) জুলফাকার-১৪০১ নামের এ মহড়া শেষে জেনারেল মুসাভি বলেন, আমরা মাঝেমধ্যে ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তাদের মুখে কিছু উদ্ভট কথাবার্তা শুনি। আমি তাদেরকে বলতে চাই, ইহুদিবাদী সরকারের পক্ষ থেকে ইরান ভূখণ্ডের যেকোনো অংশের জন্য হুমকি সৃষ্টি করা হলে ইরানের সশস্ত্র বাহিনী চতুর্দিক থেকে নিষ্পত্তিমূলক জবাব দেবে। 

তিনি বলেন, গত কয়েকদিনে ইরানের সেনাবাহিনী বিশ্ববাসীর সামনে নিজের এমন কিছু নয়া সামরিক অর্জন তুলে ধরেছে যা দিয়ে আত্মরক্ষার পাশাপাশি শত্রুর যেকোনো হুমকি মোকাবিলা করা সম্ভব। 

জেনারেল মুসাভি বলেন, ইরানের শত্রু এবং দাম্ভিক ও আধিপত্যকামী শক্তিগুলো যাতে ইরানে হামলা চালানোর মতো কোনো ভুল পদক্ষেপ না নেয় সেজন্য জুলফাকার-১৩৪১ সামরিক মহড়া চালানো হয়েছে।#

342/