‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৩ জানুয়ারী ২০২৩

৪:০৭:৫২ PM
1335718

২০২৩ সালে বিমান হামলায় হতাহত হয়েছে ৩০০০ বেসামরিক ইয়েমেনি

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় ২০২২ সালে ইয়েমেনে তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এরমধ্যে বহু নারী ও শিশু রয়েছে। একটি মানবাধিকার সংগঠন এই তথ্য জানিয়েছে।

দ্য হিউম্যানিটি আই সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট গতকাল (সোমবার) এক রিপোর্টে জানায়, গতবছর ইয়েমেনে মোট ৩ হাজার ৮৩ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন যার মধ্যে ৬৩৪ জন নিহত ও ২৪৪০ জন আহত হন। এই সময়ে ১০২টি শিশু প্রাণ হারিয়েছে এবং ৩৫৩টি শিশু আহত হয়েছে। এছাড়া, সৌদি হামলায় ২৭ জন নারী নিহত এবং ৯৭ জন আহত হন।

ইয়েমেনি মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, মোট নিহতের মধ্যে ৫৩৪ জন পুরুষ রয়েছেন, এছাড়া আহত হয়েছেন ১৯৯০ জন। সৌদির হামলায় গত বছর ১৪৩৬৭টি বাড়ি, ১৩৪ মসজিদ, পাঁচটি পর্যটন স্থাপনা, ১২টি হাসপাতাল, ৬৪টি শিক্ষা কেন্দ্র এবং ১৯৮৭টি কৃষি ক্ষেত ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে সাতটি গণমাধ্যম স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।#

342/