‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৪ জানুয়ারী ২০২৩

৩:০৯:১৪ PM
1338321

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার বিষয়ে রিপাবলিকানদের তদন্ত শুরু

টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি এবং প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন মি. ম্যাককল।

ম্যাককল বলেছেন বাইডেন সরকার এ পর্যন্ত সেনা প্রত্যাহার বিষয়ক নথি সরবরাহ করতে অস্বীকার করেছে। এখন তিনি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে নথিপত্র চেয়েছেন এবং কমিটির সাথে সহযোগিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।

এক বিবৃতিতে ম্যাককল বলেছেন: এটা একেবারে অর্থহীন এবং লজ্জাজনক ব্যাপার যে বাইডেন সরকার বারবার আমাদের তদন্তের অনুরোধ প্রত্যাখ্যান করে যাচ্ছে। সেইসাথে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কিত তথ্যও গোপন করছে। তিনি বলেন এভাবে সহযোগিতা না করার প্রবণতা চলতে থাকলে কমিটি তাদের অনুরোধগুলো বাস্তবায়নের জন্য নিজেদের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হবে। তিনি আফগান সরকার এবং তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সম্পর্ক বিষয়ক দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার তথ্যগুলো তদন্ত করতে চান। ম্যাককল তাই বাইডেন সরকারকে ২৬ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত তথ্যপঞ্জি সরবরাহ করতে সময় বেঁধে দিয়েছেন।

আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনাদের পালানোর এক বছর কয়েক মাস পার হয়ে গেছে। এতো দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর রিপাবলিকানরা এখন ওই ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে তদন্ত শুরু করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এখন বলছে ওই ঘটনা বিশ্বজুড়ে মার্কিন ভাবমূর্তি বিনষ্ট করেছে। বিভিন্ন দেশের কাছে ওয়াশিংটনের শক্তি ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে আমেরিকার মিত্র দেশগুলোর কাছে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করেছে। সুতরাং ওই ঘটনার ভেতর-বাহির তারা খতিয়ে দেখতে চায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার অজুহাতে আমেরিকা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। আমেরিকার ইতিহাসে এটাই ছিল তাদের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। ব্যাপক ক্ষয়ক্ষতির পরও আফগানিস্তানে তারা সফল হতে পারে নি বরং পরাজয়ের গ্লানি নিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে।#


342/