‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২০ জানুয়ারী ২০২৩

৭:৪৬:৪৪ PM
1339724

আমেরিকা-ইসরাইলের পুতুলে পরিণত হয়েছে ইউরোপ: ইরানের প্রভাবশালী আলেম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ আলী আকবারি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হচ্ছে ইরানের দৃঢ় স্তম্ভ ও শক্তি। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

আলী আকবারি আইআরজিসি'র বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টের পদক্ষেপের সমালোচনা করে বলেন, ইরানের জনগণ আইআরজিসি-কে পছন্দ করে এবং সরকার ও সংসদ ইউরোপীয় পার্লামেন্টের অন্যায় পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে।

সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট ইরানের সামরিক বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকাভুক্ত করার লক্ষ্যে একটি বিল পাস করেছে। এরই প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তেহরানের জুমার নামাজের খতিব।

তিনি বলেন, আইআরজিসি'র বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টের পদক্ষেপের কোনো মূল্য নেই। তারা আইআরজিসি'র ওপর আঘাত হানতে পারবে না।

মোহাম্মাদ জাওয়াদ আলী আকবারি বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক পদক্ষেপ তাদের দুর্বলতার পরিচায়ক। ইউরোপ প্রকৃতপক্ষে আমেরিকা ও ইসরাইলের পুতুলে পরিণত হয়েছে। এ সময় উপস্থিত মুসল্লিরা ইউরোপীয় পার্লামেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।#

342/