‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৯ জানুয়ারী ২০২৩

৫:০৬:৪৮ PM
1342042

ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশে ভূমিকম্পে নিহত ২, কয়েকশ আহত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত এবং ৮০০’র বেশি মানুষ আহত হয়েছে। গতরাত পৌনে দশটার সময় এই ভূমিকম্প আঘাত হানে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সিস্মোলজিক্যাল সেন্টার অব দ্য ইন্সটিটিউট অব জিওফিজিক্স-এর তথ্যমতে, মাটির সাত কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল এবং ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯।

পশ্চিম আযারবাইজানের উত্তর-পশ্চিমে খই শহরে ভূমিকম্পটি মূল আঘাত হানে। তবে পশ্চিম আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ ও উরুমিয়ে-সহ বিভিন্ন শহরে ভূমিকম্প অনুভূত হয়।
আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রাদেশিক গভর্নর মোহাম্মদ সাদেক মোতাবেদিয়ান বলেন, প্রাথমিক তথ্য অনুসারে ভূমিকম্পে তিনজন নিহত এবং ৮১৬ জন আহত হয়েছে। তিনি জানান, ভূমিকম্পে ৭০টি গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, খই শহরের শতকরা ২০ থেকে ৫০ ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের কারণে যে সমস্ত এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর কার্যক্রম চলছে।#

342/