‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৫ ফেব্রুয়ারী ২০২৩

৫:২১:৪২ PM
1343853

ক্ষুব্ধ চীন, আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

আমেরিকার আকাশসীমা থেকে চীনের বেলুনটি ধ্বংস করার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকা বেলুনের বিষয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে।আজ (রোববার) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চালকবিহীন বেসামরিক আকাশযানটিতে হামলায় পেন্টাগন যে শক্তি ব্যবহার করেছে, তা নিয়ে চীন তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রয়োজনে এ ব্যাপারে আরও পদক্ষেপ নেয়া হবে।কয়েকদিন আগে উত্তর আমেরিকার আকাশে চীনা বেলুনটি শনাক্ত করা হয় এবং আমেরিকা একে ‘নজরদারি বেলুন’ বলে দাবি করে আসছিল। কিন্তু চীন বারবারই বলেছে, আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছে এবং বাতাসের গতি বেশি হওয়ায় এটি সুনির্দিষ্ট অবস্থান ও পথ থেকে সরে গিয়ে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে।

কিন্তু চীনের একথায় কান দেয়নি আমেরিকা বরং বেলুনটিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন অবস্থায় মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলেছে, শনিবার এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বেলুনটি ধ্বংস করা হয়েছে। চীন-আমেরিকা বেড়ে চলা উত্তেজনার মধ্যে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিংয়ে বিরল একটি সফর বাতিল করেছেন।#

342/