‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৭ ফেব্রুয়ারী ২০২৩

৫:১০:১৮ PM
1344453

ইউক্রেনকে এফ-১৬ বিমান না দেয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রেসিডেন্ট বাইডেন

আমেরিকা কেন ইউক্রেনের কাছে এফ-১৬ জঙ্গিবিমান পাঠাতে চায় না তার ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল (সোমবার) হোয়াইট হাউজের সাউথ লনে সাংবাদিকদের কাছে তিনি এই ব্যাখ্যা দেন।

সাংবাদিকরা প্রেসিডেন্ট বাইডেনের কাছে জানতে চান- কেন তিনি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দিতে চান না। জবাবে বাইডেন বলেন, “এর কারণ হচ্ছে এসব বিমান আমরা দেশের ভেতরে রাখতে চাই। এটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি।” তবে এই ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এর আগেও প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, রাশিয়ার সাথে সংঘাত চলাকালীন ইউক্রেনের কাছে এফ-১৬ জঙ্গিবিমান পাঠানোর কোন পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে ৩১টি এম-১ আব্রামস ট্যাংক দেয়ার ঘোষণা দেন। কিন্তু তিনি যুদ্ধবিমান দেয়ার বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন।

ইউক্রেনকে বিমান দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন অস্বীকৃতি জানালেও আমেরিকার এফ-১৬ জঙ্গিবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা গত মাসে ফাইনান্সিয়াল টাইমসকে বলেছেন, তারা বিমান তৈরি করে তৃতীয় দেশের কাছে বিক্রি করতে পারেন যা পরবর্তীতে ইউক্রেনের হাতে পৌঁছাবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেন বিমান পাঠানোর কথা নাকচ করলেও ইউক্রেনের হাতে মার্কিন এফ-১৬ বিমান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।#

342/