‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৭ ফেব্রুয়ারী ২০২৩

৫:১০:৪৪ PM
1344454

ডেমোক্র্যাটদের বেশিরভাগই চান না বাইডেন আবার নির্বাচন করুন: জনমত জরিপ

আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠ অংশ ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করার বিরোধী। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে এবং তথ্যটি প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার।

অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর যৌথ জরিপে দেখা যায়, মাত্র শতকরা ৩৭ ভাগ ডেমোক্র্যাট রাজনীতিক চান প্রেসিডেন্ট বাইডেন আবার নির্বাচন করুন। গত নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনের সময় যে সংখ্যক ডেমোক্র্যাটিক দলের রাজনীতিক প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন করার পক্ষে মত দিয়েছিলেন এখন তার চেয়ে শতকরা ১৫ ভাগ কম রাজনীতিক এখন তার নির্বাচনের পক্ষে রয়েছেন।

এছাড়া, গত মধ্যবর্তী নির্বাচনের সময় যত সংখ্যক প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষ প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনের পক্ষে ছিলেন এখন তাদের মধ্যে শতকরা বাইশ ভাগের সমর্থন কমে গেছে।

ডেমোক্র্যাট রাজনৈতিক বা ভোটারদের মধ্যে জো বাইডেনের নির্বাচনের প্রতি সমর্থন কমে যাওয়ার প্রধান কারণ তার বয়স এবং স্মৃতিভ্রম। বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর এবং তিনি অনেক সময় কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন, আবার অনেক কিছু মনে রাখতে পারেন না। এরপরও বেশ কয়েক দফায় প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের নির্বাচন করার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনি সম্প্রতি বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তার স্বাস্থ্যগত অবস্থা জেনে এবং পরিবারের সাথে আলোচনার ভিত্তিতে।#

342/