‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৯ ফেব্রুয়ারী ২০২৩

৩:০৪:২৫ PM
1344972

ড্রোন কর্মসূচি ধ্বংসের দাবি করলেন মার্কিন কংগ্রেসের ৬০ সদস্য

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উন্নত ড্রোন কর্মসূচি এবং ড্রোন ব্যবহারের সক্ষমতা মার্কিন কর্মকর্তাদের চিন্তায় ফেলে দিয়েছে। এ প্রেক্ষাপটে আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের ৬০ জন কংগ্রেস সদস্য ইরানের ড্রোন কর্মসূচি ধ্বংস করে দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, ইরানের এই ড্রোন কর্মসূচি মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও মার্কিন স্বার্থকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে এসব কংগ্রেস সদস্য সরাসরি ইরানের ড্রোন কর্মসূচিতে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। ওই চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্যমন্ত্রী যিনা রেইমন্ডকেও দেয়া হয়েছে।

মার্কিন এসব কংগ্রেস সদস্য তাদের চিঠিতে উল্লেখ করেছেন যে, ইরানের ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া, যাতে মার্কিন কোম্পানির তৈরি করা পার্টস ব্যবহার করা হয়েছে।
চিঠিতে তারা বলেছেন, “ইরানের তৈরি ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং এসব ড্রোনে আমেরিকার তৈরি করা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে জেনে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা আপনাদেরকে এ ব্যাপারে সমন্বিত পরিকল্পনা নেয়ার জন্য অনুরোধ করছি যাতে ইরানের ড্রোন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া যারা আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে ড্রোন তৈরির কাজে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
মার্কিন এসব কংগ্রেস সদস্য আরো বলেছেন ইরানের এই ড্রোনবহর শুধুমাত্র ইউক্রেনে প্রভাব ফেলছে তাই নয়, এর বাইরেও এর প্রভাব পড়ছে।
এর আগে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো বারবার অভিযোগ করেছে যে, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে এবং এ সমস্ত ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে মস্কো। তবে ইরান ও রাশিয়া এই অভিযোগ নাকচ করে আসছে।#


342/