‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৫ ফেব্রুয়ারী ২০২৩

৭:২৪:২৪ PM
1346677

প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন নিকি হ্যালি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতার জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করেছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর এবং জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি ২০২৪ সালের সম্ভাব্য প্রধান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রথম চ্যালেঞ্জ হয়ে দেখা দিলেন।

ট্রাম্প আগে থেকেই তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। তবে গত কয়েক মাস ধরে নিকি হ্যালির প্রার্থিতার বিষয়ে জল্পনা চলছিল।

গতকাল (মঙ্গলবার) নিকি হ্যালি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার জন্য ট্রাম্পের নেতৃত্বের বিষয়ে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। ভিডিও বার্তার মাধ্যমে হ্যালি তার প্রার্থিতার কথা ঘোষণা করেন এবং তার সমর্থক টিম ইমেইলের মাধ্যমে তা ভোটারদের কাছে পাঠানো শুরু করেছে।

নানা ক্ষেত্রে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেন নিকি হ্যালি। তিনি বলেন, এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের।

আজ সাউথ ক্যারোলাইনার চার্লসটন থেকে প্রথম নির্বাচনী সমাবেশ শুরু করবেন নিকি হ্যালি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নিকি হ্যালি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রথম চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন। এছাড়া, ২০২৪ সালের নির্বাচনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সাউথ ক্যারোলাইনার সিনেটর টিম স্কট, নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রি সুনুনু এবং আরকানসাসের সাবেক গভর্নর আসা হাচিসন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন।#

342/