‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২০ ফেব্রুয়ারী ২০২৩

২:৪১:০৩ PM
1347710

ইহুদিবাদী ত্রাণ কর্মীরা তুরস্ক থেকে ঐতিহাসিক নথিপত্র চুরি করেছে: বারগুচি

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ইহুদিবাদী ইসরাইলি যে ত্রাণ ও উদ্ধার টিম এসেছিল তারা তুরস্কের বহু ঐতিহাসিক নিথিপত্র চুরি করে নিয়ে গেছে। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ মুভমেন্টের মহাসচিব মোস্তফা বারগুচি এ তথ্য দিয়েছেন।

তিনি আরও বলেছেন ইসরাইলি উদ্ধারকারী দল ভূমিকম্পে ধ্বংসস্তুপের নীচ থেকে তুরস্কের ২০০ থেকে ৩০০ বছরের পুরোণো দলিল-দস্তাবেজ চুরি করেছে। নিরাপত্তা ভীতির অজুহাত দেখিয়ে তারা দ্রুত তুরস্ক থেকে পালিয়ে যায়। এই চারিত্রিক বৈশিষ্ট্য চোরদের বলে মন্তব্য করেন বারগুচি।

তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদী সেনাদের পাশবিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসাবশেষে আটকে পড়া লাশ উদ্ধারে ব্যস্ত তখন তারা দেশটিতে বিমান হামলা চালায়।

গতকাল (রবিবার) সকালে ইহুদিবাদী সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে রকেট দামেস্ক শহর ও তার আশেপাশের আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তাদের ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়।

ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় সিরিয় সরকার যখন ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে ব্যস্ত সে সময় ইসরাইলি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালালো।#

342/