‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৪ ফেব্রুয়ারী ২০২৩

১২:০৪:৫৪ PM
1348656

ইউক্রেন থেকে ‘অবিলম্বে ও নিঃশর্তে’ রুশ সেনা প্রত্যাহারের আহ্বান

রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধান বের করার প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বিশেষ অধিবেশন থেকে এই আহ্বান জানানো হয়।

সাধারণ পরিষদের ভোটাভুটিতে এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ১৪১ দেশ ও বিপক্ষে মাত্র সাত দেশ ভোট দেয়। চীন ও ভারত ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে রাশিয়াকে ইউক্রেন থেকে ‘অবিলম্বে, পুরোপুরি ও নিঃশর্তভাবে’ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সেইসঙ্গে বলা হয়, মস্কো ও কিয়েভের মধ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার উচিত কূটনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনের চেষ্টা করা। জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাব মানতে কোনো দেশ বাধ্য নয় তবে এর প্রতীকী অর্থ রয়েছে।

বৃহস্পতিবারের অধিবেশনে ভোটাভুটির আগে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাভানি। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে জড়িত সকল পক্ষকে তাদের সামরিক উচ্চাভিলাস পরিহার করতে হবে। এর পরিবর্তে কূটনৈতিক উপায়ে সমস্যার একটি টেকসই সমাধানের চেষ্টা করতে হবে।

অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে রুশ-বিরোধী প্রস্তাব পাস হওয়ার ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। তিনি এক বক্তব্যে প্রস্তাবটি মেনে নিয়ে ইউক্রেন থেকে ‘অবিলম্বে’ সেনা প্রত্যাহার করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।#

342/