‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৭ ফেব্রুয়ারী ২০২৩

৪:৪৯:৪৮ PM
1349508

আমেরিকার সাথে রাশিয়ার মূল সমস্যা কী- জানালেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার নেতৃত্বে উদীয়মান এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে কেন্দ্র করে আমেরিকার স্বার্থ আবর্তিত হচ্ছে এবং এটি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। আমেরিকার ধারণার বাইরে গিয়ে মস্কো একটি বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চায়।

রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (রোববার) প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন। তিনি বলেন, আমেরিকা একান্তই তার নিজের স্বার্থ উদ্ধার এবং এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্বকে তার সাথে করে নিতে চাইছে। আমেরিকার একান্ত অনুগত রাষ্ট্রগুলো ওয়াশিংটনের এই একগুঁয়েমপূর্ণ লক্ষ্য সম্পর্কে সচেতন আছে। কিন্তু আপাতত তারা একেবারে চোখ বন্ধ করে রয়েছে ‌। এর পেছনে অনেক কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে- আমেরিকার ওপর এইসব দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা খাতের নির্ভরশীলতা অনেক বেশি।

এছাড়া, আমেরিকার মিত্ররা রাশিয়ার সঙ্গে সংঘাতকে নিজেদের মধ্যে একতার কারণ বলে মনে করে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে সংঘাত হলে মিত্ররা বেশি ঐক্যবদ্ধ থাকবে এবং আমেরিকার সঙ্গে তাদের কোনো বিষয়ে মতপার্থক্য হলেও তারা চুপ থাকে। এর উদাহরণ হিসেবে পুতিন অস্ট্রেলিয়া সঙ্গে ফ্রান্সের সাবমেরিন চুক্তির কথা তুলে ধরেন। ওই চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন সরবরাহ করার কথা ছিল ফ্রান্সের। কিন্তু ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যকার চুক্তি বাতিল করে সেই চুক্তি দখলে নেয় আমেরিকা। এটি যদিও ফ্রান্সের জন্য অত্যন্ত অপমানজনক বিষয় তবে প্যারিস বিষয়টিকে আমেরিকার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রেখে চলেছে। পুতিন বলেন, রাশিয়া কখনো মিত্রদের সঙ্গে এ ধরনের আচরণ করবে না।

342/