‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৩ মার্চ ২০২৩

১:২৮:২০ PM
1350175

৭০% ভাগ মার্কিন নাগরিক বাইডেনকে আরেকবার প্রেসিডেন্ট দেখতে চান না

আমেরিকার শতকরা ৭০ ভাগ ভোটার বিশ্বাস করেন, প্রেসিডেন্ট বাইডেন এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে, তিনি আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

342/ইয়াহু নিউজ এবং ইউ গভের যৌথ এক জরিপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জো বাইডেনের বয়স বর্তমানে ৮১ বছর। জরিপ ফলাফলে দেখা যায় প্রতি ১০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৭ জন বলেছেন- প্রেসিডেন্ট বাইডেন অনেক বৃদ্ধ হয়ে গেছেন এবং তার আর নির্বাচন করা উচিত হবে না।

এদিকে, জো বাইডেনের নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির শতকরা ৫০ ভাগ ভোটার বলেছেন, বার্ধক্য বাইডেনের জন্য মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে। তবে দলের শতকরা ৩৮ ভাগ ভোটার এর বিপক্ষে মত দিয়েছেন।

বাইডেন হচ্ছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বৃদ্ধ প্রেসিডেন্ট এবং তিনি যদি আর এক মেয়াদে নির্বাচিত হন তাহলে দ্বিতীয় মেয়াদ শেষে তার বয়স হবে ৮৬ বছর।

গত ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি এই জনমত জরিপ পরিচালনা করা হয়েছে যাতে এক হাজার ৫১৬ শত জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। বাইডেনের বার্ধক্যজনিত সমস্যার কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ে- তা নিয়ে এসব মানুষের মধ্যে বড় রকমের উদ্বেগ রয়েছে।#