‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২০ মার্চ ২০২৩

১২:৪১:৫৬ AM
1353093

ইউক্রেনীয় সৈন্যদের কর্তৃক পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছে নুজাবা মুভমেন্ট

ইউক্রেনীয় সৈন্যদের পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে ওহি’র পবিত্রতা রক্ষায় মুসলিম উম্মাহ ও ইসলামি রাষ্ট্র প্রধানদের যে কর্তব্য রয়েছে তা পালন এবং কিয়েভের সাথে সম্পর্ক পূনর্বিবেচনার প্রতি আহবান জানিয়েছে আন-নুজাবা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইউক্রেনীয় সৈন্যদের পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘৃণিত ও অবমাননাকর পদক্ষেপের প্রতিক্রিয়ায় বিবৃতি প্রদান করে নিন্দা জানিয়েছে ইরাকের আন-নুজাবা মুভমেন্ট।

বিবৃতিতে, ‘ইসলাম ধর্মের পবিত্র বিষয়াদি জীবন-সম্পদ সবকিছুর চেয়ে অধিক মূল্যবান –এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে মানসিক ভারসাম্যহীন ইউক্রেনের সৈন্যদের ঘৃণিত এ পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, এই পদক্ষেপ আমেরিকা এবং জায়নবাদের ক্রীড়ানক (জেলেনস্কি) স্থাপনের ঘৃণ্য সংস্কৃতির কারণে ঘটে, ইসলাম ও মানবতার শত্রুদের সমর্থন পাওয়ার লক্ষ্যে তারা তাদের মিত্রদেরকে সাথে নিয়ে বিভিন্ন অশ্লীল পদ্ধতি অবলম্বন করে থাকে।

প্রায় ১০০ কোটি মুসলমান ঘৃণিত এ পদক্ষেপের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার দোরসদেরক দায়ী মনে করে।

ইউক্রেনীয় সৈন্যদের পবিত্র কুরআনে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে ওহি’র পবিত্রতা রক্ষায় মুসলিম উম্মাহ ও ইসলামি রাষ্ট্র প্রধানদের যে কর্তব্য রয়েছে তা পালন এবং কিয়েভের সাথে সম্পর্ক পূনর্বিবেচনার প্রতি আহবান জানানো হয়েছে ঐ বিবৃতিতে।

বিবৃতির শেষাংশে আন-নুজাবা মুভমেন্ট ইরাকের জনগণ ও সরকারকে এক্ষেত্রে অগ্রগামী হওয়া এবং এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের প্রতি আহবান জানানো হয়েছে।#176