‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩ এপ্রিল ২০২৩

২:৪০:০৩ PM
1355822

পশ্চিমা শোরগোল সত্ত্বেও বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, ইউরোপ এবং আমেরিকার হইচই সত্ত্বেও তার দেশ বেলারুশ সীমান্তে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করবে। বেলারুশ সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করার প্রেক্ষাপটে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসের শেষ দিকে জানিয়েছিলেন, বেলারুশের অনুরোধে দেশটির সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করবে। এরপর বেলারুশের পক্ষ থেকেও রাশিয়ার পরমাণু অস্ত্র গ্রহণের ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানানো হয়। বেলারুশ বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে একথাই পরিষ্কার হবে যে, দু দেশ তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত।

পরমাণু অস্ত্র মোতায়েন সম্পর্কে বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, "আমাদের ইউনিয়ন স্টেইটের পশ্চিম সীমান্তে এই অস্ত্র মোতায়েন করা হবে, তাতে নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।"

বেলারুশের পশ্চিম সীমান্তের ঠিক কোন এলাকায় পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে তা সুনির্দিষ্টভাবে রুশ রাষ্ট্রদূত না বললেও তিনি জানিয়েছেন, আগামী পহেলা জুলাইয়ের মধ্যে বেলারুশে অস্ত্র মোতায়েন সম্পন্ন হবে।

বেলারুশ সীমান্তে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়নের ঘোষণায় এরইমধ্যে আমেরিকা এবং পশ্চিমা আরো কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি বলেছেন- “বিষয়টি চিন্তার”।#

342/