‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩ এপ্রিল ২০২৩

২:৪৩:২৯ PM
1355829

ইয়েমেন যুদ্ধের স্থায়ী অবসানের আহ্বান জানালেন জাতিসংঘ প্রতিনিধি

ইয়েমেন যুদ্ধের স্থায়ী অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ ওই আহ্বান জানিয়ে বলেছেন: ইয়েমেন একটি সংকটময় সময় অতিক্রম করছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদিজোটের আগ্রাসনের অষ্টম বছর শেষ হয়েছে। গত ২৬  মার্চ নবম বছরে প্রবেশ করেছে ইয়েমেন যুদ্ধ। ২ এপ্রিল থেকে ইয়েমেনে ২ মাসের যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছিল এবং ২বার নবায়ন করা হয়েছিল। কিন্তু ২০২২ সালের অক্টোবরে পক্ষগুলো যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয় নি। কারণ সৌদিরা তাদের প্রতিশ্রুতি পূরণ করতে অস্বীকার করেছিল।

আন-নাশরাহ ওয়েবসাইট আজ (সোমবার) জানিয়েছে, গ্রুন্ডবার্গ এক বিবৃতিতে ঘোষণা করেছেন: যদিও এখনও অনেক ঝুঁকি রয়েছে তবু যুদ্ধবিরতির অর্জনগুলো রক্ষা করা উচিত। সেইসঙ্গে জাতীয় পর্যায়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং ইয়েমেনিদের দাবি পূরণের স্বার্থে একটি স্থিতিশীল রাজনৈতিক সমাধান খুঁজে বের করা দরকার।

এই লক্ষ্য অর্জনে গ্রুন্ডবার্গ ইয়েমেনে বিবদমান পক্ষগুলোকে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য দায়িত্বশীল ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।#

342/