‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ابنا
বৃহস্পতিবার

৬ এপ্রিল ২০২৩

৩:০৭:৩৩ PM
1356522

ক্রেমলিনের অনুষ্ঠানে আমেরিকা-ইউরোপের রাষ্ট্রদূতদের ধুয়ে দিলেন পুতিন

ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সরাসরি বলেছেন, রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা দায়ী।

ক্রেমলিনের ওই অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এতে কঠোর ভাষায় পশ্চিমা রাষ্ট্রদূতদের প্রেসিডেন্ট পুতিন সমালোচনা করেন। অনুষ্ঠানে ১৭টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

রাশিয়ায় নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত লিন ট্র্যাসিকে পুতিন বলেন, ২০১৪ সালে ইউক্রেনে কথিত বিপ্লবকে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন যা চলমান ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য দায়ী।

তিনি সতর্ক করে বলেন, দুই দেশের সম্পর্কে যে গভীর সংকট তৈরি হয়েছে তার ভিত্তিমূলে রয়েছে আধুনিক বিশ্ব ব্যবস্থার গঠন সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি।

পুতিন অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে লক্ষ্য করে বলেন, "ডিয়ার ম্যাডাম অ্যাম্বাসেডর, আমি জানি আপনি হয়তো একমত হবেন না কিন্তু তবু বলতে হচ্ছে, ২০১৪ সালে কিভাবে কথিত 'কালার রেভুলিউশন' এ সমর্থন দিতে আমেরিকা এমন সব মাধ্যম ব্যবহার করেছে যা স্বয়ংক্রিয়ভাবে ইউক্রেন সংকট সৃষ্টি করে দিয়েছে।”

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রোলান্ড গালহারেগকে লক্ষ্য করে পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে একটি ভূ-রাজনৈতিক সংঘাত সৃষ্টির পদক্ষেপ নিয়েছে। পুতিন বলেন, "আমরা বুঝতে পারছি যে, ইউরোপীয় ইউনিয়ন তার অর্থনৈতিক সহযোগিতা বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে ভূ-রাজনৈতিক সংঘাত সৃষ্টির উদ্যোগ নিয়েছে।"

পুতিন বলেন, “সম্পর্ক নষ্ট করার সমস্ত পদক্ষেপের কথা ভুলে আমরা আবার লাভজনক অধ্যায়ের সূচনা করতে পারি।” এর পাশাপাশি তিনি ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বালটিক সাগরের নর্ডস্ট্রিম পাইপলাইনে যে নাশকতা চালানো হয়েছে সে ব্যাপারে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক কমিশন গঠনে এই দেশটির সমর্থন দেয়া উচিত।#

342/