‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৬ এপ্রিল ২০২৩

৮:৩৮:০৬ PM
1356548

সুইডেনকে ন্যাটোভুক্ত করতে সম্মত হয়েছে সদস্য দেশগুলো: মহাসচিব

ফিনল্যান্ডের পর সুইডেনকে মার্কিন নেতৃত্বাধীন রুশ-বিরোধী সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ঘোষণা করেছেন, তার জোটের সবগুলো সদস্যদেশ ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করেছে এবং অচিরেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল (বুধবার) ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকের প্রথমদিনে স্টোলটেনবার্গ এ ঘোষণা দেন। বৈঠকে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো।

রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ফিনল্যান্ডে ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার আবেদন জানায়।রাশিয়ার ঘোর বিরোধিতা উপেক্ষা করে গত মঙ্গলবার ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে ফিনল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে  ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড।

ন্যাটো  জোটের পুরনো সদস্য তুরস্ক এই সংস্থায় ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করলেও সম্প্রতি সে বিরোধিতা প্রত্যাহার করে নেয়।

ন্যাটো জোটে যোগ দিতে যাওয়া দেশগুলোকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে মস্কো বলেছে, পশ্চিমা দেশগুলো অহেতুক রুশ-আতঙ্ক তৈরি করে ন্যাটো জোটে নতুন নতুন সদস্য সংগ্রহ করছে। মস্কো আরো বলেছে, নতুন করে অন্তর্ভুক্ত হওয়া দেশগুলো জোটের স্বার্থে নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে।#

342/