‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৬ এপ্রিল ২০২৩

৭:৪২:২৬ PM
1358639

ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার দেবে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেবে। এই অর্থ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হবে যা দেশটির নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে ব্যয় করা হবে।

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ওয়াশিংটন ১৮০০ কোটি ডলার বাজেট সহায়তা হিসেবে দিয়েছে। বিশ্বব্যাংকের বিশেষ পদ্ধতির মাধ্যমে এই অর্থের যোগান দেয়া হয়। এর সাথে বাড়তি আরো ৪৯০ কোটি ডলার আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেয়া হবে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল জানিয়েছেন, তার দেশ এই মুহূর্তে মারাত্মক রকমের বাজেট ঘাটতিতে রয়েছে যার কারণে গুরুত্বপূর্ণ পুনর্গঠন কাজ করা সম্ভব হচ্ছে না। এরপর আমেরিকার পক্ষ থেকে বাজেট সহায়তার ঘোষণা এল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন কর্তৃপক্ষ আগামী ১০ বছরে দেশ গঠনের জন্য ৭৫ হাজার কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিশ্ব ব্যাংক বলছে আগামী দশ বছরে সর্বোচ্চ ৪১ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।#

342/