‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৮ মে ২০২৩

৬:৫৬:৫৬ AM
1366675

ইউক্রেনকে এফ-সিক্সটিন যুদ্ধবিমান দিতে সাহায্য করবে ব্রিটেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য তিনি একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের বিমান সক্ষমতা গড়ে তোলার জন্য তিনি এই পদক্ষেপ নেবেন।

গতকাল (মঙ্গলবার) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রাটের সঙ্গে বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে একথা বলেন ঋষি সুনাক। বিবৃতিতে বলা হয়, দুই নেতা ইউক্রেনকে যুদ্ধবিমানের চালান সরবরাহের ক্ষেত্রে যৌথ পদক্ষেপ নেবেন।

ইউক্রেনের সামরিক বাহিনীকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহারে সক্ষম করে তুলতে বিমান সরবরাহ থেকে শুরু করে সব ধরনের প্রশিক্ষণ দেয়ার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করবেন দুই প্রধানমন্ত্রী। ইনক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক জোট গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

ব্রিটিশ বিবৃতিতে বলা হয়েছে, কোন দেশ আমেরিকার তৈরি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ইউক্রেনকে সরবরাহ করবে তা প্রধানমন্ত্রী সুনাক পরিষ্কার করেননি, তবে ইউক্রেনকে এই বিমান সরবরাহ করার ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের ওপর তিনি চাপ সৃষ্টি করবেন। ইউরোপের প্রায় দুই ডজনের বেশি দেশ মার্কিন নির্মিত এফ-সিক্সটিন বিমান ব্যবহার করে।#

342/