‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ মে ২০২৩

১০:৩৬:৫৮ AM
1369328

পরমাণু অস্ত্র নিয়ে অপরকে লেকচার দেবেন না: ওয়াশিংটনকে মস্কো

বেলারুশে নিজের পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন সমালোচনা নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ওয়াশিংটন কয়েক দশক ধরে রাশিয়াকে টার্গেট করে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে। কাজেই এ ব্যাপারে রাশিয়াকে লেকচার দেয়ার কোনো অধিকার আমেরিকার নেই।

বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়টি চূড়ান্ত করে গত বৃহস্পতিবার মস্কো ও মিনস্ক এক চুক্তি সই করে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে শুক্রবার মার্কিন গণমাধ্যমগুলো জানায়, বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের খবরের ব্যাপারে ‘চরম নেতিবাচক’ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এরপর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ দুতাবাস এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আমেরিকা যে বিশাল হাইব্রিড যুদ্ধ শুরু করেছে তার মোকাবিলায় মস্কো ও মিনস্ক যেকোনো উপায়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও বিবৃতিতে জানানো হয়।

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মার্কিন সমালোচনাকে ‘ভণ্ডামিপূর্ণ’ আখ্যায়িত করে রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, অপরকে দোষারোপ করার আগে আমেরিকার আত্ম উপলব্ধিতে আসা উচিত।#

342/