‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৯ জুন ২০২৩

৫:১১:২১ PM
1371899

মার্কিন কংগ্রেসে মোদীর ভাষণ বাতিলের দাবি আমেরিকান মুসলিম কাউন্সিলের

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর), মার্কিন কংগ্রেস নেতাদের মাঝে চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের কর্মসূচী বাতিলের আহ্বান জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর প্রশাসনিক পরিচালক রবার্ট ম্যাককাও, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের নেতাদের প্রতি লেখা এক চিঠিতে বলেন: মোদী তার ভাষণ থেকে এ বার্তা দেয় যে, খ্রিস্টান, মুসলিম, দলিত, শিখ এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর দমন-পীড়নের বিষয়টি মার্কিন কংগ্রেসের জন্য তেমন গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়।

ম্যাককাও আরও বলেন: সমালোচনাকারী সাংবাদিকদের দমন করার মতো মোদীর গণতন্ত্রবিরোধী নীতিগুলো মার্কিন কংগ্রেসের নীতি বিরোধী। যদি একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়, আমরা সদস্যদেরকে তা বয়কটের আহবান জানাবো।

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম অধিকার রক্ষা গ্রুপ হিসেবে, মোদী সরকার কর্তৃক খ্রিস্টান, মুসলিম, দলিত ও শিখসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতকে ‍“বিশেষ উদ্বেগ সৃষ্টিকারী” দেশ হিসাবে সনাক্ত করণের দাবি জানিয়েছে।

আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি মোদীর সাথে পরিকল্পিত নৈশভোজ বাতিলের আহবান জানিয়েছে।

এর আগে ম্যাককার্থি, মোদীকে ২২ জুন মার্কিন কংগ্রেসে ভাষণ প্রদান আমন্ত্রণ জানান। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার তার চিঠিতে মোদীকে উদ্দেশ্য করে বলেন: ‍“আপনি ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি আমাদেরকে জানানোর এবং আমাদের উভয় দেশের মুখোমুখি বৈশ্বিক চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।”

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর, এটিই হতে যাচ্ছে মোদীর প্রথম ওয়াশিংটন সফর।#‌176