‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১০ জুন ২০২৩

৪:৪৫:৪৫ PM
1372096

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়ে যে প্রতিক্রিয়া জানালো হোয়াইট হাউস

আমেরিকা বলেছে, বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রস্তুতির লক্ষণ তারা দেখতে পায়নি তবে বেলারুশ রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দেয় কিনা সে বিষয়ের ওপর ওয়াশিংটন গভীরভাবে নজর রাখবে।

গতকাল (শুক্রবার) আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবি একথা বলেন।

এর একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোকে বলেছেন, রাশিয়া সম্ভবত আগামী মাসের প্রথম দিকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করতে পারে।রাশিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণাকে জন কারবি নিতান্তই ‘উন্মাদনা’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের এই ঘোষণাকে বিশেষ গুরুত্বের সাথে নেবে আমেরিকা।

সিএনএন’র সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে জন কারবি আরো বলেন, “রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। তবে আমরা এখনো পর্যন্ত রাশিয়া কিংবা বেলারুশ সীমান্তে এমন কোনো তৎপরতা দেখিনি যা থেকে আসন্ন পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হয়।”

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকোকে বলেন, পরমাণু অস্ত্র মোতায়নের ব্যাপারে সবকিছুই পরিকল্পনা মতো এগিয়ে চলেছে। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হতে পারে।#

342/