‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১০ জুন ২০২৩

৭:২৪:০০ PM
1372193

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আয়াতুল্লাহ বশির নাজাফির উষ্ণ অভ্যর্থনা

আয়াতুল্লাহ বাশির নাজাফি জনগণের সমস্যা সমাধানে অধিক যত্নবান হওয়ার জন্য পাকিস্তান সরকার এবং পাক কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ বাশির নাজাফি ইরাকের পবিত্র নাজাফ শহরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং তার সঙ্গে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন।

এসময় তিনি ইসলামী দেশগুলোকে যথাসম্ভব পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হওয়া এবং ইসলামী উম্মাহর সম্মুখীন সমস্যাগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

ইরাক ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বয়োজ্যেষ্ঠ এ আলেমে দ্বীন বলেছেন, দুই দেশের স্বার্থ বিবেচনায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক যতটা সম্ভব উন্নত করার চেষ্টা করা উচিত।

আয়াতুল্লাহ বাশির নাজাফী দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের আরও উন্নতির উপর গুরুত্বারোপ করে বলেন, এতে দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাবে যা দুই দেশের জনগণের জন্যই উপকারী।

বিশিষ্ট এ মারজা জনগণের সমস্যা সমাধানে অধিক যত্নবান হওয়ার জন্য পাকিস্তান সরকার এবং পাক কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণকে ছত্রভঙ্গ করতে বা বিরোধ সৃষ্টি করতে ও চরমপন্থাকে বিকশিত করতে চায় এমন যেকোনো ষড়যন্ত্রকে আমাদের প্রতিহত করতে হবে।

মারজায়ে তাকলিদের সংযোজন: সকল সমস্যার সমাধান করা উচিত এবং পাকিস্তানের পররাষ্ট্র নীতি আরও উন্নত করে একটি সক্রিয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইসলামী দেশ ও সমগ্র বিশ্বের সাথে সম্পর্ক উন্নত করা উচিত। #176S