‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১২ জুন ২০২৩

৬:১৪:২৮ PM
1372560

অ্যাসাঞ্জেকে রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান লুলার

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে ব্রিটেন থেকে আমেরিকায় হস্তান্তরের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। একই সঙ্গে তিনি বলেছেন, অ্যাসাঞ্জেকে রক্ষার জন্য আন্তর্জাতিক উদ্যোগ নেয়া প্রয়োজন।

অ্যাসাঞ্জেকে ব্রিটেন থেকে আমেরিকায় হস্তান্তরের সম্ভাব্য ঘটনাকে তিনি গণতন্ত্র এবং বাক স্বাধীনতার ওপর হামলা বলে মন্তব্য করেন।

গত শনিবার ব্রিটেনের একটি আদালত অ্যানাঞ্জেকে ব্রিটেন থেকে আমেরিকায় হস্তান্তরের ব্যাপারে আদেশ দিয়েছে। এই আদেশের বিরুদ্ধে অ্যানাঞ্জের আইনজীবী আপিল করবেন বলে ঘোষণা দিয়েছেন।

লুলা ডি সিলভা বলেন, “জুলিয়ান অ্যানাঞ্জেকে ব্রিটেন থেকে আমেরিকায় হস্তান্তর করার যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। অথচ এক দেশের বিরুদ্ধে আরেক দেশ যে অবৈধ কাজকর্ম করেছে তা প্রকাশের ক্ষেত্রে জুলিয়ান অ্যাসাঞ্জে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” প্রেসিডেন্ট লুলা এক টুইট বার্তায় এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা জানিয়েছেন, তার স্বামী নতুন দুই বিচারকের অধীনে আরেকবার শুনানি করতে চান। তিনি আশা করেন, এই শুনানিতে তারা বিজয়ী হবেন।

342/