‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৪ জুন ২০২৩

১২:৫৪:২১ PM
1372989

রাষ্ট্রীয় গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

রাষ্ট্রীয় গোপন নথি নিজের বাড়িতে রাখার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) আমেরিকার মিয়ামির ফেডারেল আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন।

ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। পরে তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান বিচারক জনাথন গুডম্যান।

শুনানির সময় মন খারাপ করে বসেছিলেন ট্রাম্প। এ সময় তিনি কোনো কথা বলেননি। প্রায় ৪৫ মিনিট ধরে শুনানি চলে। আদালত থেকে বের হলে উপস্থিত সমর্থকেরা ট্রাম্পকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান। আজ ট্রাম্পের জন্মদিন। এ সময় সবার জন্য খাবার দিতে বলেন তিনি। পরে ব্যক্তিগত বিমানে চড়ে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন ট্রাম্প। 
মার্কিন পরমাণু কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, সরকারি বহু গোপন নথি নিজের হেফাজতে রাখার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এ কারণে তাকে অভিযুক্ত করে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হতে তার নামে সমন জারি করা হয়েছিল।
মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্যদিয়ে প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের অপরাধে অভিযুক্ত হন।#

342/