‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১৪ জুন ২০২৩

১২:৫৪:৫৩ PM
1372990

ইউক্রেনের জন্য আরো ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক প্যাকেজ ঘোষণা করল আমেরিকা

ইউক্রেনের জন্য আমেরিকা নতুন করে ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিষয়ে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করল ওয়াশিংটন।

পেন্টাগন গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, এই সামরিক প্যাকেজের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং সামরিক যান থাকবে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক এবং মার্কিন নির্মিত ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেলস আটকের ভিডিও ফুটেজ প্রকাশ করার একদিন পর অ্যামেরিকা এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করল।

আমেরিকার প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথরিটি বা পিডিএ আইনের আওতায় পেন্টাগন ইউক্রেনের জন্য এই ৪০তম সামরিক প্যাকেজ দিতে যাচ্ছে। পিডিএ আইনের বলে মার্কিন প্রেসিডেন্ট বৈধভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরিভিত্তিতে বিভিন্ন দেশের কাছে অস্ত্র চালান পাঠাতে পারেন। 
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে ৩৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। এইসব সামরিক সহায়তার বিরুদ্ধে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মস্কো বলছে, এসব সামরিক সহায়তার মধ্য দিয়ে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো প্রকৃতপক্ষে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে। এতে যুদ্ধ বিস্তারের আশঙ্কা রয়েছে।#

342/