‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৪ জুন ২০২৩

৬:৪৭:৫০ PM
1373086

নাজাফে আয়াতুল্লাহ সাইয়্যেদ কাযিম হায়েরীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নাজাফে আশরাফ শহরে হাউজা ইলমিয়া কোমে’র প্রধানের উপস্থিতিতে আয়াতুল্লাহ সাইয়্যেদ কাযিম হায়েরীর সংবর্ধনায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হাউজা ইলমিয়া কোমে’র প্রধান আয়াতুল্লাহ আরাফীর নেতৃত্বে হাউজা ইলমিয়া কোমে’র একটি প্রতিনিধি দল ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আকবর হায়েরী এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসাইনি বক্তব্য রাখেন। বক্তারা আলোচনায় ধর্মীয় শিক্ষাঙ্গন (হাউযা) ও রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে জিহাদের সংস্কৃতিকে রক্ষা ও শক্তিশালী করা এবং আমেরিকার ও তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে হজরত আয়াতুল্লাহ হায়েরীর জ্ঞানময় ব্যক্তিত্ব এবং তার মূলব্যান প্রচেষ্টার ভূয়সী প্রসংশা করেন।

উল্লেখ্য যে, আয়াতুল্লাহ সাইয়্যেদ কাযিম হায়েরী শহীদ সদরের বিশিষ্ট ছাত্র একজন, তিনি দীর্ঘ ১২ বছর তার শিষ্যত্ব লাভ করেন। তিনি ইরাকি জাতির প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করেন এবং তাকফিরি গোষ্ঠী, বিশেষ করে দায়েশের বিরুদ্ধে তার কার্যক্রম ছিল প্রশংসনীয়।

এছাড়াও তিনি বিভিন্ন উপলক্ষে, ইসলামী বিশ্ব নাইজেরিয়া, ইয়েমেন, বাহরাইন এবং সিরিয়ার শিয়াদের প্রতিরক্ষা বিষয়ে বার্তা এবং বিবৃতি প্রদান করেন।

তিনি শহীদ সদরের জীবদ্দশায় ৫ বছর ইরানে বসবাস করেন এবং ইরানে শহীদ সদরের ছাত্র ও আগ্রহীদের কেন্দ্রবিন্দু ছিলেন।

হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ কাযিম হায়েরী ইসলামী বিপ্লবকে সবদিক থেকে দৃঢ় সমর্থন করতেন এবং ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান প্রণয়নে তিনি সহযোগিতা করেছিলেন।

তার রচনাসমূহের মধ্যে আসাসুল হুকুমাতিল ইসলামিয়া, বেলায়াতুল আমর ফি আসরিল গাইবাহ, দালিলুল মুজাহিদ ইত্যাদি উল্লেখযোগ্য ।

সাম্প্রতিক বছরগুলিতে, তিনি ইরাকি সরকারের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালান এবং ইরাকের সংবিধান সংশোধনে অবদান রাখেন।#176