‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ জুন ২০২৩

৩:১৫:১৬ PM
1373257

ভিলিনিয়াস শীর্ষ সম্মেলনে ন্যাটোর সদস্য পদের জন্য সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়েব এরদোগান আবারো বলেছেন, আগামী মাসের প্রথম দিকে লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, সেখানে তিনি এই জোটের সদস্য পদের জন্য সুইডেনকে সমর্থন দেবেন না। এরদোগান বলেন, সুইডেন যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত ন্যাটো সদস্য পদের বিরোধিতা করবে তুরস্ক।

গতকাল বুধবার সুইডেন, ফিনল্যান্ড এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠানের আগে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। ন্যাটো জোটের সদস্যপদ পাওয়ার জন্য সুইডেন যে চেষ্টা করছে তার বিরোধিতা করে আসছে তুরস্ক, এই বিষয়টির সমাধানের জন্য আঙ্কারায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এরদোগান সাংবাদিকদের বলেন, “সন্ত্রাসীরা সুইডেনের রাজধানী স্টকহোমে আংকারার বিরুদ্ধে বিক্ষোভ করছে আর ন্যাটোজোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ আমাকে সদস্য পদ দেয়ার ব্যাপারে আপত্তি তুলে নিতে রাজি করানোর চেষ্টা করছেন। এ অবস্থায় আমরা এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে পারি না।”চলতি মাসের প্রথম দিকে আংকারার রাস্তায় তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সদস্যরা তাদের নিজেদের পতাকা নিয়ে আংকারার বিরুদ্ধে বিক্ষোভ করে।

তুরস্কের বিচ্ছিন্নতাকামী পিকেকে সশস্ত্র বিদ্রোহীরা বহুদিন থেকেই সুইডেন এবং স্ক্যান্ডেনেভিয়ান কয়েকটি দেশে অবস্থান করছে। এর বিরুদ্ধে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে প্রেসিডেন্ট এরদোগানের সরকার।#

342/