‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ জুন ২০২৩

৩:১৫:৪৬ PM
1373258

সন্ত্রাসী রাষ্ট্রের মতো আচরণ করছে ইউক্রেন: ভ্লাদিমির পুতিন

ইউক্রেন সরকার দেশটিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে রাশিয়া তার গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগাবে।

প্রেসিডেন্ট পুতিন গতকাল ক্রেমলিনে যুদ্ধের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, কিয়েভ সন্ত্রাসীদের নিয়ে গঠিত একটি সরকারের মতো আচরণ করছে। তিনি এর কারণ হিসেবে ইউক্রেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার সাংবাদিক দারিয়া দুগিনা ও প্রখ্যাত ব্যক্তিত্ব ভ্লাদলেন তাতারস্কির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন।

পুতিন বলেন, আইন ও নিয়ম-কানুন বাস্তবায়নের দিক দিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমরা আইনের শাসন মেনে চলি আর তারা সন্ত্রাসী রাষ্ট্রের মতো আচরণ করে।”

রাশিয়া ‘সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে না’ উল্লেখ করে পুতিন বলেন, তবে আমরা ইউক্রেনের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনো প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।#

342/