‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২০ জুন ২০২৩

৬:২৯:৩২ PM
1374371

পাকিস্তানে “ইমাম খোমেনীর চিন্তাধারা ইসলামী উম্মাহর ঐক্যের পথ”-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাকিস্তানের শিয়া ওলামা পরিষদের উদ্যোগে লাহোরের আল-হুসাইন মসজিদে “ইমাম খোমেনীর চিন্তাধারা ইসলামী উম্মাহর ঐক্যের পথ”-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পাকিস্তানের শিয়া ওলামা পরিষদের উদ্যোগে “ইমাম খোমেনীর চিন্তাধারা ইসলামী উম্মাহর ঐক্যের পথ”-শীর্ষক সেমিনার লাহোরের আল-হুসাইন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে বক্তব্য রাখেন, মুসলিম ঐক্য পরিষদ থেকে হুজ্জাতুল ইসলাম হাসান রেজা কুম্মি, মাওলানা হাফেজ কাযেম রেজা নাকাভী, কাসেম আলী কাসেমী, জমিয়তে উলামা-এ পাকিস্থান থেকে মৌলভি মুহাম্মদ খান লাগারি, মাজমা-এ উলামা আহলে সুন্নাত পাকিস্তানের প্রধান আসগার আরিফ চিশতি, উলামা-মাশায়েখ পরিষদের প্রধান আসেম মাখদুম, ইসলামী ঐক্য আন্দোলনের প্রধান সাহেবজাদা পারভেজ আকবর সাকি, গোলাম মুস্তফা নাইয়্যির, গোলাম আকবর সাকি, শাহেদ আব্বাস জাফারী, পীর সৈয়দ আলমদার হুসেইন বুখারী এবং পাকিস্তানের অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি সম্পর্কে ইমাম খোমেনীর চিন্তাধারা সকলের দৃষ্টিগোচর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তারা বলেন: ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা সাম্প্রদায়িকতাকে ইসলামী শিক্ষার পরিপন্থী বলে মনে করতেন এবং ঐক্য ও অভিসারের প্রতি জোর দিতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, উপনিবেশবাদীরা সুন্নি ও শিয়াদের মধ্যে বিবাদ সৃষ্টি করার মাধ্যমে তাদের নেতিবাচক ও অশুভ লক্ষ্য অর্জন করতে চায়। আর মুসলমানেরা পারে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের প্রতিপক্ষকে অকার্যকর করতে।

তারা বলেন: পাকিস্তানের স্থিতিশীলতার জন্য উচিত ইমাম খোমেনীর চিন্তাধারা সকলের দৃষ্টিগোচর করা। ঐরূপ, মুসলমানদের মাঝে ঐক্য সৃষ্টির মাধ্যমে নিপীড়িত ও দুর্বলদের সাহায্য করার সংস্কৃতির প্রসার ঘটানো সম্ভব।#176