‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৫ জুন ২০২৩

১:১৭:৩৮ PM
1375225

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিন বিষয়ক বিশ্ব-সম্মেলন

মালয়েশিয়ার পুত্রজায়ায় বিশিষ্ট চিন্তাবিদদের উপস্থিতিতে "ফিলিস্তিন মুক্তির বিশ্ব আন্দোলন" শিরোনামে এক বিশ্ব-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা):  এই সম্মেলনে, ফিলিস্তিনের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরামর্শক পরিষদ বা (International Consultative Council for Palestine (ICCP) গঠন করা হয়।

মালয়েশিয়ার এই বিশ্ব-সম্মেলনে বেশ কিছু ইসলামি দলের প্রতিনিধিদের লক্ষ্য ছিল- একটি স্বাধীন ও স্থিতিশীল ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহযোগিতা করা।

মালয়েশিয়ার এই সম্মেলনে ইরানের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সেলর হাবিব রেজা আরজানি এবং (Justice for Palestine Action Front) এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক দাতো আবাং আব্দুল্লাহ আবাং আলী, আল-আকসা মসজিদের ইমাম শেইখ আকরামা সাবরি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা এই সম্মেলনে ফিলিস্তিনের অবস্থান ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রথম গোলটেবিল বৈঠকের বিষয়বস্তু ছিল  ফিলিস্তিনের মুক্তি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ফিলিস্তিনকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপরে এবং তৃতীয় গোলটেবিল বৈঠকটি একটি স্থিতিশীল ফিলিস্তিন রাষ্ট্র গঠনে করতে কৌশলগত পদ্ধতি নির্ধারণ কেন্দ্রীক অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক বৈঠকে, ইসলামী দলগুলোর প্রতিনিধিগণ একটি স্বাধীন ও স্থিতিশীল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈশ্বিক ঐকমত্য গঠনের প্রয়োজনীয়তার উপর বক্তৃব্য রাখেন এবং নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, এই সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আকসা মসজিদের সম্মানিত ইমাম শেইখ আকরাম সাবরি।#172K