‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১ জুলাই ২০২৩

৫:০৫:২৫ PM
1376342

রাশিয়ায় কুরআন অবমাননা করা অপরাধ : পুতিন

পশ্চিমা কয়েকটি দেশে পবিত্র কুরআন অবমাননার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, আমাদের দেশে এই গ্রন্থের (কুরআনের) অবমাননা করা অপরাধ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দাগেস্তান প্রদেশের দারবন্দ শহরের জুমা মসজিদ পরিদর্শন শেষে পবিত্র কুরআনের একটি কপি সংগ্রহ করেন।

কুরআন পোড়ানোর মতো জঘন্য কাজের নিন্দা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, মুসলমানদের পবিত্র গ্রন্থের সাথে এরূপ আচরণ করা অপরাধ। রাশিয়ার আর্চবিশপ সবসময় আমাদেরকে জোর দিয়ে বলেছেন যে, মুসলমানরা আমাদেরই ভাই।

তিনি আরও বলেন: এই ধরনের কর্ম (পবিত্র কুরআন পোড়ানো এবং অবমাননা) আমাদের দেশের সংবিধান এবং ফৌজদারি বিধির ২৮২ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ এবং আমরা সবসময় এই আইনের প্রতিপালন করি।

পুতিন বলেন: এই গ্রন্থটি আমাদের জনগণের শক্তি যোগায়; যে জনগণ ভিন্ন জাতিগোষ্ঠীর হলেও তারা পরস্পর সহমর্মী। এই গ্রন্থটি মুসলমান ও অন্যদের নিকট পবিত্র। কিন্তু আমরা জানি যে, কিছু দেশে এই গ্রন্থের সাথে অন্যরকম আচরণ করা হয়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়, আর তারা এটাকে অপরাধ বলে মনে করে না।#176