‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১ জুলাই ২০২৩

৬:৩১:৪৮ PM
1376365

কীভাবে ৭ হাজার কোটি ইউরো ইউক্রেন খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই দিতে হবে

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরি বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই পর্যন্ত ইউক্রেনকে যে ৭০০০ কোটি ইউরো দেয়া হয়েছে তা কীভাবে খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই কিয়েভ সরকারকে দিতে হবে।


গতকাল (শুক্রবার) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান একথা বলেছেন।

তিনি বলেন, ইউরোপীয় কমিশন ইউক্রেনকে আরো পাঁচ হাজার কোটি ইউরো দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, আগের ৭০০০ কোটি ইউরো খরচের হিসাব না দেয়া পর্যন্ত নতুন করে অর্থ যোগান দিতে দেবে না হাঙ্গেরি। এই পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অর্থ ও অস্ত্র দেয়া হয়েছে সে ব্যাপারে হাঙ্গেরির সঙ্গে ব্রাসেলসের সব সময় মতভিন্নতা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ভলোদিমির জেলেনস্কি সরকারকে ৭২০০ কোটি ইউরোর আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়েছে। এই জোট জুন মাসের প্রথম দিকে ঘোষণা করে যে, তারা এর বাইরে আরো পাঁচ হাজার কোটি ইউরো ইউক্রেনকে সহযোগিতা দেবে। কোন দেশকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এইরকম বিপুলভাবে অর্থ সহযোগিতা দেয়ার ঘটনা নজিরবিহীন।

হাঙ্গেরি রেডিওকে দেশটির প্রধানমন্ত্রী বলেন, "আগের ৭,০০০ কোটি ইউরো কোথায় গেছে তা পরিষ্কারভাবে না জানানো পর্যন্ত আমরা হাঙ্গেরির জনগণ ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দিতে দেব না।" তিনি আরো বলেন, "ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে তহবিল আমাদের পাওয়ার কথা তা পাবো না, অথচ ইউক্রেনকে চাওয়া মাত্রই আমরা অর্থ বরাদ্দ দিয়ে দেব -এটা হাস্যকর এবং উদ্ভট কথা।"#

342/