‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১ জুলাই ২০২৩

৬:৩২:১৮ PM
1376366

বার্লিন রাশিয়ায় সরকার পরিবর্তন চায় না

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য তার সরকারের নেই। রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির পক্ষ থেকে ব্যর্থ বিদ্রোহের এক সপ্তাহ পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একথা বললেন জার্মান চ্যান্সেলর।


ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ব্রাসেলসে যান। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বার্লিন শুধু দূর থেকে রাশিয়ার ঘটনাবলী পর্যবেক্ষণ করতে পারে কিন্তু গত সপ্তাহে রাশিয়ায় যে ঘটনা ঘটেছে তাতে জার্মানির কিছুই করার ছিল না।

ওলাফ শোলয বলেন, "রাশিয়ায় যা কিছু ঘটছে তার কোনো অংশীদার আমরা নই। রাশিয়ায় সরকার পরিবর্তন করাও আমাদের লক্ষ্য নয় বরং মস্কোর বিরুদ্ধে ইউক্রেন যে লড়াই করছে তাতে আমরা সাহায্য অব্যাহত রাখতে চায়।"

গত ২৩ জুন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন অভিযোগ করেন যে, তার অনুগত যোদ্ধাদের একটি ক্যাম্পে রাশিয়ার সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এবং এক ধরনের বিদ্রোহ করার চেষ্টা করেন প্রিগোজিন। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে।#

342/